কলকাতা, ০৮ মার্চ- একের পর এক অশালীন কথার বর্ষণ করলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়, পুলিশ থেকে শুরু করে সিপিএম, যাদবপুরের ছাত্রছাত্রীরা কেউই বাদ গেলেন না দিলীপ ঘোষের নিশানা থেকে। বুধবার আইন অমান্য কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আশালীন মন্তব্য করেন তিনি। তিনি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারার বর্ণনা দিয়ে বেনজির আক্রমণে সামিল হন। দিলীপবাবু বলেন, বিজেপির এমনই গুঁতো যে মুখ্যমন্ত্রীর মুখ শুকিয়ে আমড়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কী চেহারা হয়েছে একবার দেখুন! এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে মন্থরার সঙ্গেও তুলনা করেন। [আরও পড়ুন: নামেই আইন অমান্য কর্মসূচি বিজেপির, মূর্তি ভাঙার চাপানউতোরে রণক্ষেত্র লালবাজার] দিলীপবাবু বলেন, এ কী কথা শুনিলাম মন্থরার মুখে। তাঁর কথায়, ত্রিপুরায় লেনিনের মুর্তি ভাঙা হয়েছে, এখানে মুখ্যমন্ত্রীর হৃদয়ে ব্যথা লাগছে। ত্রিপুরায় বিজেপি জিতেছে, এবার লক্ষ্য বাংলা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর মন্ত্রিসভার সদস্যরা ভয় পেয়ে গিয়েছেন। আরও পড়ুন: কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর ছড়া কেটে তিনি বলেন, ত্রিপুরা গেল, দিল্লি গেল, এবার বাংলা বলে যাই যাই, ভয় পেয়েছে দিদিভাই। মমতাকে কটাক্ষ করে লালাকেল্লা দখলের প্রত্যুত্তর দিয়েছেন- এবার বাংলা, পারলে সামলা বলে। তাঁর যুক্তি, বাংলাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর কোথাও পালাবার জায়গা নেই। একদিকে আসাম-ত্রিপুরা, অন্যদিকে বিহার- উত্তরপ্রদেশ, কোথায় পালাবে তৃণমূল। শুধু মুখ্যমন্ত্রীকে তাচ্ছিল্য করেই এদিন থামেননি বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু এদিন কুকথায় পঞ্চমুখ হয়ে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে উদ্দেশ্য করে মোটা মন্ত্রী বলে কটাক্ষ করেন। তারপর সিপিএমকে বলেন লেনিনের বাচ্চা। মনীষীদের মূর্তি ভাঙা লেলিনের বাচ্চারাই শিখিয়েছিল বলে তিনি মন্তব্য করেন। আর তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলেন, এখন সাধু সাজছে তৃণমূল। কিন্তু ভাঙাভাঙির রাজনীতি কে শুরু করেছিল। কার নেতৃত্বে বিধানসভায় তাণ্ডব চালিয়ে চেয়ারটেবিল ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। কিছুই ভুলিনি আমরা। যদি বলেন আমরা সব মনে করিয়ে দিতে পারি। পুলিশকেও হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/০৭:১৪/০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oZ6oKl
March 08, 2018 at 01:42PM
08 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top