মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশ

নয়াদিল্লি, ২৪ মার্চঃ এক মহিলা সাংবাদিকের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল পুলিশ অফিসারের বিরুদ্ধে। শুক্রবার দিল্লি ক্যানটনমেন্ট স্টেশন হাউজের এক অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ অন্দোলনের সময় খবর সংগ্রহ করতে গিয়ে এই ঘটনা ঘটে।

যৌন নির্যাতনে অভিযুক্ত জেএনইউ-এর অধ্যাপক অতুল জহরীর জামিনকে কেন্দ্র করে গতকাল আন্দোলনে নামেন পড়ুয়ারা। জহরীর বিরুদ্ধে আটজনকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অবিলম্বে তাঁকে সাসপেন্ড করার দাবিতে প্রতিবাদে নামেন পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠাচার্জ করে পুলিশ। জানা গিয়েছে, গন্ডগোল চলাকালীন অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর ক্যামেরা কেড়ে নেন। এরপর তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G88mzF

March 24, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top