কলকাতা, ২৮ মার্চ- রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য সুখবর শোনাল সরকার৷ কারণ, আগামী দুই এপ্রিল থেকে চালু হচ্ছে ই-পেনশন৷ সোমবার উচ্চ শিক্ষা সংসদের বৈঠকের পরে ই-পেনশন চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী এ দিন বলেন, আজ থেকে আমরা ই-পেনশন চালু করলাম৷ দুই এপ্রিল থেকে অনলাইনে আমরা ই-পেনশন চালু করছি৷ আমরা বহুদিন ধরেই এই ব্যবস্থাটি চালু করার চেষ্টা করছিলাম৷ আরও পড়ুন: কেন্দ্র থেকে বিজেপির যাওয়ার সময় হয়ে গেছে: মমতা একই সঙ্গে মন্ত্রী এ দিন বলেন, শিক্ষক বা শিক্ষাকর্মীদের অবসরের সময় অর্থের দরকার পড়ে৷ কিন্তু, তা বিভিন্ন কারণে বিলম্বিত হয়৷ মুখ্যমন্ত্রীও এটা তাড়াতাড়ি করার নির্দেশ দিয়েছিলেন৷ সেই কথা মাথায় রেখে এটা আজ আমি আনুষ্ঠানিকভাবে চালু করলাম৷ দুই এপ্রিল থেকে তা কার্যকর হবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:৩০/২৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DZi9pG
March 28, 2018 at 04:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন