নয়াদিল্লি, ২৭ মার্চঃ ঋণ খেলাপের অভিযোগে মঙ্গলবার থেকে বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দেশের আইন অনুযায়ী ঋণ খেলাপের পর পলাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা বাধ্যতামূলক। তাই আইন মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
ইডি-র দায়ের করা মামলা অনুযায়ী, লন্ডনে আয়োজিত ১৯৯৬, ১৯৯৭ ও ১৯৯৮ সালের ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিনশিপে কিংফিশারের লোগো প্রদর্শনের জন্য বিজয় মালিয়া একটি ব্রিটিশ ফার্ম ও ইউরোপের কয়েকটি দেশকে ২০০,০০০ মার্কিন ডলার দিয়েছিলেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-র আগাম অনুমতি না নিয়েই ওই টাকা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে বিজয় মালিয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন বলে দাবি তদন্তকারী সংস্থার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G9y36I
March 27, 2018 at 11:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন