রাজস্থান, ০৫ এপ্রিল- সুপার হিট নায়ক সালমান খান জেলে গেলে হাজার কোটি রুপির লোকশানে পড়বে বলিউডের প্রযোজকরা। এরই মধ্যে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান সালমানের পেছনে এই পরিমাণ অর্থ লগ্নী করেছেন বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। আজ বৃহস্পতিবার সকালে রাজস্থানের যোধপুর আদালতে কৃষ্ণহরিণ শিকার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায়ছবির শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে বিরল প্রজাতির কৃষ্ণহরিণ শিকার করেন সালমান খান, সাইফ আলী খান ও সোনালি বেন্দ্রে। ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সালমান, সাইফসহ অন্যদের বিরুদ্ধে। দীর্ঘ ২০ বছর ধরে চলা মামলার রায় ঘোষণা হয় আজ বৃহস্পতিবার। এতে অন্য আসামীদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে সালমানকে ৫ বছরের জেল দেয়া হয়েছে। শোনা যাচ্ছে, সালমানকে জামিন না দেয়া হলে জেলেই থাকতে হবে তাকে। সালমান খান জেলে গেলে আর্থিকভাবে হাজার কোটি রূপির ক্ষতির মুখে পড়বে বলিউড পরিচালক-প্রযোজক। এই জনপ্রিয় তারকা জেলে যাওয়ার পর শুরুতেই সংকটে পড়বে ১০০ কোটি রুপি বাজেটের রেমো ডিসুজার রেস থ্রি ছবিটি। আরও পড়ুন:সালমান খানের ৫ বছরের কারাদণ্ড এবার ঈদ উপলক্ষে ১৫ জুন ছবিটি মুক্তি দেয়ার কথা। এদিকে রেস থ্রি ছবির শুটিং করছিলেন সালমান। এই ছবিটিতেও মোটা অংকের অর্থ বিনিয়োগ করেছেন প্রযোজক। রেস থ্রি ছবির পরই ভারতছবির শুটিং শুরু করার কথা সালমানের। কিছুদিন টাইগার জিন্দা হ্যায় ছবিতে বলিউড মাত করেছেন সালমান। এবার ২০০ কোটি রুপি বাজেটের ভারত ছবিতে সালমানকে দেখা যাবে ৫টি ভিন্ন লুকে। ছবিটি নিয়ে আশাবাদী প্রযোজক। কিন্তু সালমান যদি জেলে থাকেন। তাহলে তো সিনেমাটির কাজই বন্ধ হয়ে যাবে। আরও পড়ুন:কারাগারে কী কী সুবিধা পাবেন সালমান খান? এদিকে আগামী জানুয়ারিতে মুক্তি পাবার কথাদাবাং সিরিজের তৃতীয় ছবি দাবাং থ্রি। সালমান খান জেলে গেলে ছবির শুটিং স্থগিত হয়ে যাবে। অন্যদিকে কিক সিরিজের নতুন ছবি কিক টুছবির প্রযোজকও পড়বেন বিপাকে। ২০১৯ সালের বড়দিনে মুক্তি পাবার কথা ছবিটির। এদিকে টিভি অনুষ্ঠান দশ কা দম- এ কাজ করার কথা সালমানের। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বে অনুষ্ঠানটি। এছাড়া বিগ বস রিয়্যালিটি শোর ১২ নম্বর সিজনেরও সঞ্চালক সালমান খান। এ বছর শেষ দিকে অনুষ্ঠানটির শুটিং শুরু হবার কথা। কিন্তু সালমান জেলে গেলে সেই অনুষ্ঠানটি নিয়ে নতুন জটিলতায় পড়বেন প্রযোজক। সূত্র: আরটিভি এমএ/ ১১:১১/ ০৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HdoSQ2
April 06, 2018 at 05:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন