ঢাকা, ০৩ এপ্রিল- তাসকিন আহমেদ, ডানহাতি ফাস্ট বোলার, টিম টাইগারের একজন উল্লেখযোগ্য সদস্য। তাসকিন আহমেদ বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলে থাকেন। মাঠে ও মাঠের বাইরে ব্যাপক জনপ্রিয় এ তরুন পেসার। তার পুরো নাম তাসকিন আহমেদ তাজিম। আজ এ তরুন ক্রিকেটারের শুভ জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে এ তরুন তুর্কি ঢাকায় জন্মগ্রহণ করেন। ২৩ বছরে পা রাখলেন তিনি। ২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তাসকিন ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন। ২০১১ সালেরঅক্টোবরে ঢাকা মেট্রোপলির হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২০১৭ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্ট সিরিজের ১ম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুভাশিস রায়ের সাথে তারও টেস্ট অভিষেক হয়। নিয়মিতভাবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন তাসকিন। তবে বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তাসকিন। ২০১৬ সালের ১৯ মার্চ আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে তাদের দুজনেরই কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে জানায়। তাসকিনের বোলিং অবৈধ ঘোষনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনায় রূপান্তরিত হয়। এ নিয়ে সরব প্রতিবাদ করেছেন সাবেক ক্রিকেটাররাও। এ পর্যন্ত ৩২ টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলে তাসকিন ৪৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১২টি উইকেট রয়েছে তার ঝুলিতে। সূত্র: যুগান্তর এমএ/ ০১:১১/ ০৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uHXpn8
April 03, 2018 at 07:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন