লাহোর, ৩০ এপ্রিলঃ ২০০৮ -এর মুম্বই হামলায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় জোর ধাক্কা খেল পাকিস্তান। জানা গিয়েছে, ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) স্পেশাল প্রোসিকিউটর চৌধুরি আজহারকে সরিয়ে দিয়েছে পাক অভ্যন্তরীণ মন্ত্রক। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে মুম্বই হামলা মামলায় প্রধান সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করছিলেন আজহার।
এফআইএ-এর এক আধিকারিক জানিয়েছেন, যেভাবে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে সরকারের সঙ্গে আজহারের মতানৈক্য তৈরি হয়। তিনি বলেন, এই মামলায় সরকারের নিজস্ব একটা দৃষ্টিকোণ রয়েছে। সম্ভবত আজহার সেই সরকারি লাইন অনুসরণ করছিলেন না। তাই তাঁকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০০৮ সালের নভেম্বরে, ১০ লস্কর-ই-তৈবা জঙ্গি সমুদ্রপথে করাচি থেকে মুম্বই এসে একাধিক নাশকতা হামলা চালায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KqsteS
April 30, 2018 at 03:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন