নয়াদিল্লি, ২০ এপ্রিলঃ ডোকা লা নিয়ে বিতর্কের মধ্যেই চিন সীমান্তে শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ু সেনা। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সামনেই মহড়া দেখাল সি সেভেনটিন গ্লোবমাস্টার, এমআই ১৭ ভি ৫ হেলিকপ্টার।
গগণশক্তি এক্সারসাইজ ২০১৮ নামে প্রতিরক্ষা মন্ত্রক যে প্রকল্প নিয়েছে চিন সীমান্তে তারই প্রদর্শনী হল। বায়ুসেনার বিশেষ বিমানে উজানি অসমের ছাবুয়াতে নামেন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছান অরুণাচলের পাসিঘাট। পরীক্ষা করে দেখা হয় সি ১৩০ হারকিউলিস হেলিক্টপারের কার্যকারিতা। প্রতিরক্ষা মন্ত্রী জানান, এইমুহুর্তে বায়ুসেনা যথেষ্ট শক্তিশালী। প্রস্তুতিতে খুশি তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K2QloM
April 20, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন