ইসলামাবাদ, ১৬ এপ্রিলঃ তীর্থযাত্রী ইস্যু নিয়ে ভারতকে পাল্টা চাপে রাখার চেষ্টা করল ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন, ভারত সরকারই ১৯৭৪ সালে প্রোটোকল লঙ্ঘন করে পাক তীর্থযাত্রীদের ভিসার অনুমতি দেয়নি। একবার নয় এক বছরে দু’বার এই কাজ করেছে নয়াদিল্লি।
১২ এপ্রিল পাকিস্তানে গুরুদ্বারে তীর্থ করতে গিয়েছিলেন ১৮০০ শিখ ভারতীয়। পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার এবং কূটনীতিকরা সাক্ষাত্ করতে এসেছিলেন তাঁদের সঙ্গে। অভিযোগ, পাক বিদেশমন্ত্রক তাঁদের অনুমতি দেয়নি। পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা খাতিরে তাঁদের অনুমতি দেওয়া হয়নি। মন্ত্রকের আরও বক্তব্য, অকারণে শিখ তীর্থযাত্রীদের নিয়ে জলঘোলা করছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করছে তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JQU6O0
April 16, 2018 at 06:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন