চিন সীমান্তে ‘উসকানি’ দিচ্ছে ভারত, দাবি চিনা বিশেষজ্ঞের

বেজিং, ২ এপ্রিলঃ ভারত যেভাবে চিন সীমান্তে ‘উসকানিমূলক পদক্ষেপ’ করছে তাতে দুদেশের পারস্পরিক বিশ্বাসের ভিত নষ্ট হয়ে যাচ্ছে। বেজিংয়ে সেন্টার ফর এশিয়া-প্যাসিফিক স্টাডিজের প্রধান ঝাও গ্যানচেং এমনটাই অভিযোগ করলেন।

ডোকলামের মতো ঘটনা রুখতে দিল্লি এবার ভারত, চিন ও মায়ানমার সীমান্তের সংযোগস্থলে সৈন্যসংখ্যা বাড়িয়ে দিয়েছে। এই পদক্ষেপকে উসকানি বলে অভিযোগ করেছেন ঝাও। তাঁর দাবি, এর ফলে ভারত-চিন পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয়ে যাবে।

ভারত অবশ্য বলেছে, তিব্বতের কাছে ভারতের সর্বাধিক পূর্বের সীমান্ত ওয়ালং থেকে তিন দেশের ওই সীমান্ত এলাকা মাত্র ৫০ কিলোমিটারের দূরত্বে। পাহাড়ি রাস্তা ও অন্যান্য এলাকায় আধিপত্য বজায় রাখার জন্য ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনা জানিয়েছে, সীমান্ত এলাকাটিতে চিনা সেনা নিয়মিত আসে এমন নয়। কিন্তু দরকারে সেনা আনতে সুবিধার জন্য কাছাকাছি রাস্তা তৈরি করেছে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JdoL7U

April 02, 2018 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top