টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মর্যাদাসম্পন্ন স্বীকৃতি এবার পাননি ভারতের বিনোদন অঙ্গনের আর কোনও তারকা। এর মাধ্যমে প্রমাণিত হলো তার কাজের বৈশ্বিক প্রভাব। টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকার আর্টিস্ট ক্যাটাগরিতে অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান ও অভিনেতা হিউ জ্যাকম্যানের পাশাপাশি আছে ভারতের দীপিকার নাম। এ নিয়ে ১৫ বার এই তালিকা প্রকাশ হলো। ম্যাগাজিনটিতে দীপিকাকে নিয়ে লিখেছেন হলিউড তারকা ভিন ডিজেল। গত বছর ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা। এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। বিশ্বব্যাপী ৩০ কোটি ডলার আয় করেছে ছবিটি। শোনা যাচ্ছে, এর সিক্যুয়েলেও থাকবেন তারা। এদিকে দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন বলিউড থেকে হলিউডে যাওয়া আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুভেচ্ছায় সিক্ত করেছেন তার সাবেক ও বর্তমান প্রেমিক রণবীর কাপুর ও রণবীর সিং। এ বছর পদ্মাবত ছবির মাধ্যমে বলিউডকে ঐতিহাসিক প্রেক্ষাপটের উপহার দিয়েছেন দীপিকা। এটি আয় করেছে ৩০০ কোটি রুপিরও বেশি। এর মাধ্যমে বলিউডে নারীকেন্দ্রিক কোনও ছবির মাধ্যমে এই অভিজাত ক্লাবে যুক্ত হওয়া প্রথম অভিনেত্রী তিনিই। এবার বিশ্বের সবচেয়ে ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন হওয়ার গৌরব অর্জন করলেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। আরও পড়ুন:আনুশকার জন্মদিনে বিরাট আয়োজন দীপিকা পাড়ুকোনবলিউডে সমকালীন অভিনেত্রীদের মধ্যে দীপিকাকেই বাণিজ্যিকভাবে সবচেয়ে টেকসই মনে করা হয়। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার রেকর্ডও তার দখলে। ওম শান্তি ওম তারকার অসংখ্য ভক্ত ও ফলোয়ার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংখ্যাটা সাড়ে ৭ কোটিরও বেশি। টুইটারে এশীয় নারীদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার তারই। জনপ্রিয়তা ও দর্শক গ্রহণযোগ্যতা বিবেচনা করে তার ঝুলিতে এখন আছে ১৮টি অভিজাত ব্র্যান্ডের প্রচারণার চুক্তি। বেঙ্গালুরুর মেয়ে দীপিকা পাড়ুকোন জনসমক্ষে মানসিক অসুস্থতা ও বিষণ্নতায় ভোগা নিয়ে প্রথম মুখ খুলে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এর আগে আর কোনও অভিনেত্রী এই পদক্ষেপ নেননি। এখন নিজের এনজিও দ্য লিভ লাভ লাভ ফাউন্ডেশনের মাধ্যমে মানসিক অসুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করছেন তিনি। সূত্র: বাংলা ট্রিবিউন আর/১০:১৪/২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HeqGeO
April 21, 2018 at 06:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন