টোলপ্লাজায় টাকা দিতে আর অপেক্ষা করতে হবে না!

নয়াদিল্লি, ২০ এপ্রিলঃ  ন্যাশনাল হাইওয়ে হয়ে যাওয়ার সময় অনেকটাই সময় নষ্ট হয়ে যায় টোলপ্লাজায় বারেবারে টাকা জমা করতে। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। কারণ এবার অনলাইনে টোলপ্লাজায় টোল দেওয়ার ব্যবস্থা করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(এনএইচএআই)। মোবাইল, ওয়ালেটে ক্রেডিট কার্ডের মাধ্যমে যাত্রা করার আগেই টোল বা ট্যাক্স যাতে কেটে নেওয়া যায়, সেই পরিষেবা আনতে চলেছে এনএইচএআই। আগামী কয়েকমাসের মধ্যে নতুন একটি অ্যাপও আনতে চলেছে তারা। প্রাথমিকভাবে দিল্লিং–মুম্বই, দিল্লি–চন্ডীগড়, দিল্লি–কলকাতা এবং বেঙ্গালুরু–চেন্নাইয়ের মতো জাতীয় সড়কগুলোতে এই ব্যবস্থা চালু হতে পারে।

এনএইচএআই-এর এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে কেউ যদি এই সুবিধে পেতে চান, তাহলে তাঁকে আগে ওই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর তাতে নিজের গাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। এরপর গাড়ি টোলপ্লাজার কাছাকাছি আসলে ওই অ্যাপের মাধ্যমে গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে টাকা আপনা আপনিই কেটে যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qP4kW6

April 20, 2018 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top