কলকাতা, ১৫ এপ্রিল- সিনেমার পর্দায় কেমন হবেন হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্র মিসির আলী? এ নিয়ে কৌতূহল অনেকের মাঝেই। হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে অনম বিশ্বাসের পরিচালনায় দেবী ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হুমায়ূনভক্তদের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জয়া আহসান জানালেন, আসছে শীতে মুক্তি পাবে দেবী। এই ছবির মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন জয়া। ছবিটিতে রানু চরিত্রে অভিনয়ও করছেন তিনি। রোববার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজ থেকে ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। কিছুদিন আগে ছবিটির মিসির আলী ও রানু চরিত্রের স্থিরচিত্র দিয়ে পোস্টার প্রকাশ করা হয়। আরও পড়ুন : উল্টো বই পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শুভশ্রী এবার প্রকাশ হলো দেবীর টিজার। সেখানে সিংহভাগ জুড়ে রয়েছে রানুর উপস্থিতি। মিসির আলীকে নিয়ে যেন রহস্য ভাঙতে চান না প্রযোজক জয়া আহসান। টিজার ভিডিও প্রকাশ নিয়ে জয়া তার ফেসবুকে লিখেন, আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলি, সব সত্য হয়- রানু। এবার তাহলে শুরু হোক সত্য উদঘাটনের পালা। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, শবনম ফারিয়াসহ অনেকে। এদিকে ছবিটি নির্মাণে হুমায়ূন আহমেদের পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদ। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে শীলা এই অভিযোগ করেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H18d5z
April 16, 2018 at 05:57AM
15 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top