ঢাকা, ২৭ এপ্রিল- অবশেষে সব প্রতীক্ষার অবসান। আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে মারভেল ইতিহাসের সবচেয়ে বেশি তারকানির্ভর চলচ্চিত্র অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। যেখানে মারভেল কমিকসের অন্যতম শক্তিশালী সুপার ভিলেন থানুসের মুখোমুখি হতে দেখা যাবে মারভেল সদস্যদের। গুঞ্জন রয়েছে এই ছবির মাধ্যমেই ইতি ঘটতে পারে বেশ কিছু সুপারহিরোর। এই ছবিতে প্রাণ হারাতে দেখা যেতে পারে প্রথম অ্যাভেঞ্জার খ্যাত ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, লোকি, ভিশন, ড্রাক্স, ব্ল্যাক উইডো, হক আই, ওয়ার মেশিন, নেবুলা। আরও পড়ুন: পৃথিবী রক্ষার মিশনে আবারও এক হচ্ছে সুপারহিরোরা এই প্রথমবারের মত অ্যাভেঞ্জারের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সিয়ের সদস্যরা। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ছিলেন দুই ভাই অ্যান্থনি রুশো ও জো রুশো। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার-এর পাণ্ডুলিপি তৈরির দায়িত্বেও ছিলেন তাঁরা। প্রযোজনায় রয়েছেন ক্লেভিন ফেইগ। ৩০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন-রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রফালো, ক্রিস ইভান্স, স্কারলেট জোহান্সসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, ডন চ্যাডেল, টম হল্যান্ড, চ্যাডউইক বোসম্যান, পল বেটানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, সেবাস্টিয়ান স্ট্যান, দানিয়ে গুরুরা, লেটিতিয়া রাইট, ডেভ বুতিস্টা, জো সালদানা, জোশ ব্রোলিন ও ক্রিস প্র্যাট। তথ্যসূত্র: এনটিভি আরএস/০৯:০০/ ২৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r2v1ro
April 27, 2018 at 03:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন