কোঁচ লতা জাতীয় উদ্ভিদ

কুঁচ বা কোঁচ Fabaceae  পরিবারের এক প্রকারের লতা জাতীয় উদ্ভিদ।এর ইংরেজী নাম : crab's eye reeper,  cock's eyes, rosary pea, paternoster pea, love pea, precatory pea or bean, prayer bead,  coral bead, red-bead vine, country licorice, Indian licorice বৈজ্ঞানিক  নাম Abrus precatorius L.পথের ধারে, বন-জঙ্গলে, পরিত্যক্ত জমিতে অনাদরে-অবহেলায় জন্মে ।এই গাছটি লতানো এবং বহু বিস্তৃত শাখা-প্রশাখা বিশিষ্ট এর পুষ্পদণ্ডে প্রচুর ফুল ধরে শিমের মত ফল হয়। পরে পাকলে আবরণ থেকে ফল ফেটে বেরিয়ে আসে। এর ফল লাল-নিচের দিকে কালো। ফল সহজেই দৃষ্টি কাড়ে। সব বীজ একই ওজন আয়তনের হয় আদি নিবাস ভারত। বর্তমানে এটি এশিয়া সহ বিশ্বের প্রায় সকল আর্দ্র ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় আগে ঝোপ জঙ্গলে কোঁচ দেখা গেলেও এখন সচরাচর চোখে পড়েনা।
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন- ২০১২”র তফসিল- অনুযায়ী কোঁচ অন্যতম রক্ষিত উদ্ভিদ।ছবিটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর থেকে শুক্রবার তোলা । ছবি: রবিউল হাসান ডলার 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ ২৯-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2JEtkr6

April 29, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top