নয়াদিল্লি, ১৪ এপ্রিলঃ সাধারণ নাগরিকের ওপর নজরদারি বাড়াতে চলেছে কেন্দ্র। বাদ পড়েনি টিভি দর্শনও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক আধিকারিক জানান, কোন ধরণের প্রোগ্রাম বা চ্যানেল মানুষ বেশি দেখেন তা জানতে চায় মন্ত্রক। এর জন্যে নতুন সেট-টপ বক্সে একটি বিশেষ ধরণের চিপ লাগানোর কথা ভাবা হচ্ছে।
টেলিভিশন অডিয়েন্স মেজারমেন্ট এজেন্সি বিএআরসি(ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল)-এর সংগ্রহ করা তথ্যের ওপর নজরদারি করতেই মন্ত্রকের এই পদক্ষেপ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে তাদের পরামর্শ ও মন্তব্য জানতে চেয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
এই তথ্য মন্ত্রকের হাতে থাকলে বিজ্ঞাপন দাতাদের সুবিধে হবে। সেই সঙ্গে ডিরেক্টোরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিশুয়াল পাবলিসিটিও তাদের হাতে থাকা অ্যাডভার্টাইজিংয়ের জন্যে বরাদ্দ টাকা খরচ করার ক্ষেত্রে সঠিক বিবেচনা করতে পারবে।
বিএআরসি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা মন্ত্রকের তরফে জারি করা নির্দিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়র্ক মেনেই সব কাজ করে। স্বচ্ছতার সঙ্গে যাতে কাজ করা যায় তার জন্যে নিয়মিত ট্রাই এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HxPmff
April 14, 2018 at 05:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন