সমাবেশের অনুমতি পেল বিএনপি

সুরমা টাইমস ডেস্কঃঃ বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ শনিবার (৭ই এপ্রিল) বেলা দুইটার পরে নগরীর বান্দরোড এলাকার ঈদগাহ ময়দানে সমাবেশ করতে পারবে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার।

বিষয়টি স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘সন্ধ্যার আগে সমাবেশ শেষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব যেন না পড়ে এমন শর্তে অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভা চলাকালীন সময়ে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালি পুলিশ।

শুক্রবার (৬ই এপ্রিল) বিকেল ৪ টার দিকে নগরীর কালুশাহ সড়কস্থ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস উদ্দিন মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইয়াসিন, আরাফাত মিন্টু, মহানগর ছাত্রদল নেতা আরিফ, আতিক ও রিয়াজ।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মেয়র আহসান হাবীব কামাল বলেন, আজ শনিবার (৭ই এপ্রিল) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে তার বাসায় প্রস্তুতি সভা চলছিল। প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দুপুর থেকে তার বাসায় নেতাকর্মীরা আসছিলেন। কিন্তু বেলা ২ টার দিকে আকস্মিক তার পুরো বাসাটি ঘিরে ফেলে কোতয়ালি পুলিশের একটি দল। পরবর্তিতে ওই দলটি বাসায় হানা দিয়ে ৫ নেতাকর্মীকে আটক করে।

তিনি আরো বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। আজ ৭ই এপ্রিলের বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্থ করতেই পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। আটক নেতাকর্মীদের কোন মামলায় গ্রেফতার না দেখিয়ে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qf4vtw

April 07, 2018 at 02:30AM
07 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top