ডিজিটাল কনটেন্ট উপস্থাপনে রাজশাহী বিভাগের দ্বিতীয় হল পোল্লাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়

এবছরের বিভাগীয় পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শতবর্ষী বিদ্যাপীঠ শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার চোখে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক ডিজিটাল কনটেন্ট উপস্থাপন করে প্রাথমিক বিদ্যালয় শাখায় অংশ নেয়া রাজশাহী বিভাগের ৭ জেলার মধ্যে এই স্থান অর্জন করে বিদ্যালয়টি।
সূত্র জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করার পর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মাসিয়াত জাহান। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম আখতার জাহান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, শ্যাম কিশোর রায়, মাধ্যমিক ও উচ্চ শিা রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ পরিচালক, ডঃ শরমিন ফেরদৌস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকীর হোসেন।
এদিকে, বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক ও বিদ্যালয়ের প্রধান শিক মনোয়ারা খাতুন অভিনন্দন জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০৩-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2q3DeKM

April 03, 2018 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top