শিবগঞ্জে ৪৯ টি গরু-মহিষসহ ৩০ চোরাকারবারী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে অবৈধভাবে ভারত হতে গরু পারাপারের সময় বাংলাদেশি ৩০ গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।এসময় ৪৭টি গরু ও দুটি মহিষ জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের পে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার সূর্য নারায়ণপুরের সামশুলের ছেলে জুয়েল রানা (২৮), মন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২), আলতাব হোসেন মেম্বারের ছেলে ওহেদুর রহমান (২৮),আব্দুল হকের ছেলে রুবেল আলী (২০), এজাবুল হকের ছেলে আব্দুল মালেক (৩৬) ও খোকন মিয়া (৩১), মৃত ফরিদ উদ্দীনের ছেলে টুটুল মিয়া (৩৮), মৃত আব্দুস সালামের ছেলে জসিম আলী (২০), সেতাব উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৩০), তাইজুদ্দিনের ছেলে হুসেন আলী (২০), আশরাফুল হকের মানিক মিয়া (২৮), আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (২৮), মৃত আব্দুস সালামের ছেলে কাসেম আলী (৩৪), জহরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৫) ও বাবু (২০), মৃত জালাল উদ্দিনের ছেলে কামাল উদ্দীন (২১), আলাউদ্দিনের ছেলে ওয়াসিম আলী (২০), আবুল কাশেমের ছেলে রেহেমান আলী (৩০), আব্দুল খালেকের ছেলে সাদরুল (৩০), তাইজুদ্দিনের ছেলে তুফানী (৩০), মুকুল হোসেনের ছেলে শরিফ (২৫), কালীনগরের আতাবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), শিবগঞ্জ উপজেলার দনি পাঁকার সোহবুল হকের ছেলে সামশুল হক (৩৫), আমির হোসেনের ছেলে রুহুল আমিন (৩৮), উত্তর উজিরপুরের তোফাজ্জল হক ছেলে রায়হান আলী (২০), চরপাঁকা শ্যামপুরের ইসারুল হকের ছেলে হারুন (২৮), চর লীপুরের মফিজুল ইসলামের ছেলে আকবর আলী (৩২), চরপাঁকা পোঁড়াপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মুন্টু মিয়া (৪০), মৃত একরামুল হকের ছেলে রুহুল আমিন (৪০), মৃত মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৩৫)।
শুক্রবার দুপুরে এক প্রেস নোটে জানায় বুধবার দিবাগত রাত ২টার দিকে ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা টহলে সময় ৪০-৫০ জন চোরাকারবারী ভারত হতে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৩০ জনকে ৪৯টি গরু-মহিষসহ আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
এঘটনায় সুবেদার আবদুল মালেক বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ৩০ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিজিবি ওই প্রেস নোটে আরো জানায় জব্দকৃত গরু ও মহিষ শিবগঞ্জ শুল্ক গুদাম কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিস্বজ প্রতিবেদক/ ২১-০৪-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2HieSbu

April 21, 2018 at 05:41PM
21 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top