কামপালা, ১৩ এপ্রিলঃ উগান্ডায় কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্ক-এ বিষক্রিয়ার ফলে মৃত্যু হল ১১টি সিংহের। শুক্রবার ওই ন্যাশনাল পার্ক থেকে ওই সিংহের মৃতদেহগুলি উদ্ধার করে বনদপ্তরের লোকজন। বিষক্রিয়ার ফলে সিংহগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
বনদপ্তরের আধিকারিক বাশির সাঙ্গাই জানিয়েছেন, এতগুলি সিংহের মৃত্যু হওয়াটা বড়সড় বিপর্যয়। এই পার্কটিতে মোট ২০০টি সিংহ রয়েছে। সিংহের জন্য পর্যটকেরা এখানে আসেন। দেহগুলিকে ময়নাতদন্তে জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বন দপ্তর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HmjPPI
April 13, 2018 at 08:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন