মিলান, ২৮ এপ্রিল- ইতালির মিলান শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে (বাংলাদেশ সময় বিকেলে) মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছো নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হক স্বপন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল সালাম। তবে অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। স্বপনের ফেসবুক পেজ থেকে জানা গেছে, তিনি তিন বছর ধরে ক্যাফে দান্তে মিলানোতে কাজ করছিলেন। নিহত স্বপনের একাধিক পরিচিত ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাইট ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন স্বপনসহ চারজন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রিনি পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে বাসার কাছাকাছি আসার পর তারা ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা স্বপনের পাশ ও সামনে থেকে একাধিকবার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন স্বপন। অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এদিকে স্বপনের মৃতদেহ মিলানস্থ নিগোয়ারদা হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে ছিনতাইকারীদের হামলায় স্বপন নিহত ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র: আরটিভি এমএ/ ০৭:৫৫/ ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r9nwio
April 29, 2018 at 01:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top