কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগ, শুনানির আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ কলকাতা হাইকোর্টে ফাঁকা পদে বিচারপতি নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার জানায়, আবেদনের শুনানি হবে জুলাই মাসে।

শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্ট সহ অন্য আদালতগুলিতে বিচারপতিদের পদগুলি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। সেগুলিতে দ্রুত নিয়োগ করা হোক।

উল্লেখ্য, ফাঁকা পদে বিচারপতি নিয়োগের দাবিতে কর্মবিরতি চলছে কলকাতা হাইকোর্টে। তাতে ইতি টানার জন্য শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। কিন্তু, গতকাল শীর্ষ আদালত দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K4Jfjm

April 21, 2018 at 02:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top