সুরমা টাইমস ডেস্ক::
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।
ভাঙচুরের পর রাতেই উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাসা থেকে বাইরে এনে বসান।
তিনি ফোন ধরেই প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপা আমরা অনেক ভীতিকর অবস্থায় আছি। আমার পরিবারের বাকি সদস্যরা কোথায়—জানি না। ঘর ভাঙচুর করা হচ্ছে।’
উপাচার্য ফোনে আরো বলেন, ‘আপা বিষয়টি রাজনৈতিক। বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।’
গতকাল রোববার কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলন করেন। এরপর দিবাগত রাত দেড়টায় ভিসির বাস ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তারা বাস ভবনের শোয়ার ঘর থেকে বাথরুম, রান্নাঘরসহ সবখানে ভাঙচুর চালায়। বাস ভবনের সামনে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দৃশ দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্যের বলেন, হামলাকারীরা ছাত্র হতে পারে না। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। মুখোশধারী-বহিরাগত।
তিনি বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ সরকারের এখতিয়ার। আমার এখানে কিই-বা করার আছে। এই ঘটনার দুঃখ জানানোর ভাষা নেই।
আন্দোলনকারী বলছেন, ক্যাম্পাসে গুলি কেন করা হলো, পুলিশ ক্যাম্পাসে কেন? এটা জানতে চান উপাচার্যের কাছে। তারা বলেন, ক্যাম্পাসে গুলি করার সময় উপাচার্য ছিলেন নিশ্চুপ।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GN8GUK
April 09, 2018 at 09:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন