শ্রীনগর, ২৮ এপ্রিলঃ নায়েব তেহসিলদার নিয়োগের পরীক্ষার জন্য একটি গাধাকে অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার জম্মু ও কাশ্মীরে সার্ভিসেস সিলেকশন বোর্ডের (এসএসবি) ওই পরীক্ষায় কাচুর খার নামে একটি গাধার অ্য়ডমিট কার্ড জারি হয়েছে। যার জন্ম সাল দেখানো হয়েছে ১৯৯০ সালের ১ জানুয়ারি। শ্রীনগরের একটি সরকারি স্কুলে এই গাধাটির পরীক্ষাকেন্দ্র। এসএসবি-র ওয়েবসাইটে ওই গাধাটির অ্যাডমিট কার্ডের ছবি দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনায় জম্মু ও কাশ্মীর সরকারের শিক্ষামন্ত্রী সৈয়দ মহম্মদ আলতাফ বুখারি দাবি করেছেন, ‘আমার মনে হয় না এই ঘটনার ফলে এসএসবি-র ভাবমূর্তি নষ্ট হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jfPN2I
April 29, 2018 at 12:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন