বন্ধের মুখে বিশ্বের প্রথম চা কোম্পানি

গুয়াহাটি, ১৪ এপ্রিলঃ বন্ধ হতে চলেছে বিশ্বের প্রথম চা কোম্পানি অসম ইন্ডিয়া লিমিটেড। ১৮৩৯ সালে ব্রিটিশ পার্লামেন্টের দলিল অনুযায়ী গঠিত হয় দ্য অসম কোম্পানি। ১৯৭৭ সালে এটি অসম কোম্পানি ইন্ডিয়া লিমিটেডে পরিণত হয়। অসমে মোট ১৪টি চা বাগান রয়েছে তাদের। ওই বাগানগুলিতে শ্রমিক কর্মচারীর সংখ্যা প্রায় ২৩ হাজার। প্রতি হেক্টর পিছু ২ হাজার কেজি চা উৎপাদন হয় ওই বাগানগুলোতে। যার ৩০ শতাংশই রপ্তানি হয় ইউরোপের বাজারে। এই চা কোম্পানির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ১৩২০ কোটি ৪৫ লক্ষ টাকা। বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল(এনসিএলটি)-র গুয়াহাটি বেঞ্চ।

তবে বন্ধ হতে চলা সংস্থার হাতে থাকা ১৪টি বাগান নিজেদের হাতে নেওয়ার ব্যপারে বেশ কিছু নামজাদা সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। তাতে চা শিল্পের ভবিষ্যত কতটা উজ্জ্বল হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qBdPse

April 14, 2018 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top