তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা

কলকাতা, ৩০ এপ্রিলঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর জারি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই আকাশ মেঘলা। ঝড়-বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।

উত্তরের পাশাপাশি দক্ষিণের বিভিন্ন জেলাতেও ভোররাত থেকে দফায় দফায় বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত রাজ্যের দিকে এগিয়ে এসেছে। এর জেরে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির চলছে। ঘূর্ণাবর্তের প্রভাবে আকাশে বজ্রমেঘের সঞ্চার হচ্ছে। তা থেকে হচ্ছে ঝড়-বৃষ্টি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HArye5

April 30, 2018 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top