লখনউ, ২০ এপ্রিলঃ উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের সবরকম নিরাপত্তা সরিয়ে নিল উত্তরপ্রদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিব অরবিন্দ কুমার জানিয়েছেন, ১২ এপ্রিল কুলদীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। এবার উন্নাওয়ে তার বাড়ির বাইরে কর্তব্যরত চার পুলিশকর্মী এবং তার তিন সশস্ত্র দেহরক্ষীকে সরিয়ে নেওয়া হল। বর্তমানে কুলদীপ সিবিআইয়ের হেফাজতে রয়েছে।
উন্নাও ধর্ষণকাণ্ডে কেন্দ্র ও রাজ্য কড়া পদক্ষেপ না নেওয়ার জন্যে দেশজুড়ে যে সমালোচনা ও বিক্ষোভ চলছে তা সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K0VhdF
April 20, 2018 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন