এবার ত্রিভুবন বিমানবন্দরে ছিটকে পড়লো মালয়েশিয় বিমান

সুরমা টাইমস ডেস্ক::   নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো ১৩৯ জন যাত্রী বহনকারী মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইন্সের একটি বিমান। বোয়িং ৭৩৭ বিমানটির যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। বৃহস্পতিবার (১৯শে এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে। খবর কাঠমান্ডু পোস্ট।

ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ওই বিমানবন্দরের সবগুলো বিমানের উড্ডয়ন। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দ এয়ার পরিচালিত ‘বোয়িং ৭৩৭’ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এরই মধ্যে বিমানটিকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

এদিকে, বিমানটি ছিটকে পড়ার পর সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় কখন উড্ডয়ন কার্যক্রম শুরু হবে তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ১২ই মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীসহ একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2F6pdl6

April 20, 2018 at 07:04PM
20 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top