তিন বছরে মোবাইল ইন্টারনেট ৯৩ শতাংশ সস্তা

নয়াদিল্লি, ১৪ এপ্রিলঃ ভারতে মোবাইল ইন্টারনেট-এর দাম গত ৩ বছরে কমেছে প্রায় ৯৩ শতাংশ। ২৫ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে ব্যবহারকারী পিছু ইন্টারনেট ডেটা ব্যবহার৷ কেন্দ্রীয় টেলিকম দপ্তর সম্প্রতি এই তথ্য জানিয়েছে৷

দপ্তরের তরফে টুইটে জানানো হয়েছে, ‘সারা বিশ্বে এখন সবচেয়ে সস্তা ইন্টারনেট হল ভারতে। ২০১৪ সালে প্রতি জিবি মোবাইল ডেটা মিলত ৩৩ টাকায়, যা ২০১৭-র সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ২১ টাকায়। সব মিলিয়ে ৩ বছরে দাম কমেছে ৯৩ শতাংশ৷’ ২০১৬ সালে রিলায়েন্স জিও ভারতের টেলিকম মার্কেটে প্রবেশ করার পর থেকেই শুরু হয় ডেটার দর-যুদ্ধ। শুরু হয় টিকে থাকার লড়াই। এর জেরেই বিশ্বের সবথেকে সস্তা মোবাইল ইন্টারনেট ভারতে৷ চলতি বছর রিলায়েন্স জিও ডেটার দাম আরও কমিয়ে প্রতি দিন প্রতি জিবি পিছু করেছে ৪ টাকা। ডেটার দাম কমার পাশাপাশি বেড়েছে তার ব্যবহারও৷
সরকারি হিসেব অনুযায়ী, স্মার্টফোনের ব্যবহার ১.৯ কোটি থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৩.৯ কোটিতে৷ ২০১৪ সালের মার্চে ২৫.১ কোটি থেকে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা ২০১৮ সালের জুন মাসের মধ্যে বেড়ে ৪৭.৮ কোটিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ অঙ্কের বিচারে বৃদ্ধির সংখ্যা ৯০.৪৩ শতাংশ৷

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HpeYgE

April 14, 2018 at 07:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top