ইউ টিউবের সদর দপ্তরে মহিলা বন্দুবাজের হামলা, জখম ৩

ওয়াশিংটন, ৪ এপ্রিলঃ সান ফ্রান্সিসকোয় ইউ টিউবের সদর দপ্তরে হামলা মহিলা বন্দুকবাজের। ঘটনায় জখম ৩ জন। মাথায় গুলি করে আত্মঘাতী মহিলা হামলাকারীও। আহতদের সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ১২টা ৪৩ মিনিট নাগাদ হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। ইউটিউবের কর্মীরা তখন প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছেন। সান ব্রুনো পুলিশের কাছে জরুরি কল যায়। দু মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করে।

পুলিস সূত্রে খবর, আত্মঘাতী মহিলার নাম নাসিম আঘদম। বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নাসিম, ওয়ান্ডার ওয়ান নামে ইউটিউবে তাঁর একটি চ্যানেল ছিল। হিংসার ভিডিও পোস্ট করায় তাঁর চ্যানেল ব্লক করে দেয় ইউটিউব। মহিলার ক্ষোভ ছিল, ইউটিউব তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। সেই কারণেই এই হামলা বলে অনুমান।
আতঙ্ক মার্কিন মুলুকে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H85rId

April 04, 2018 at 11:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top