কলকাতা, ১৬ এপ্রিল- নববর্ষে হাওড়া স্টেশনের মুকুটে জুড়ল আরও একটি পালক। দেশের মধ্যে প্রথম গ্রিন স্টেশনের সম্মান পেল হাওড়া স্টেশন। পরিবেশবান্ধব স্টেশন হিসেবে হাওড়া বিরল কৃতিত্বের অধিকারী হল। বাংলা নববর্যের পয়লায় অর্থাৎ পয়লা বৈশাখ গ্রিন বিল্ডিং কাউন্সিল ও সিআইআই এই বিরল সম্মান তুলে দেয় হাওড়া স্টেশনের অধিকর্তার হাতে। সবুজ হল হাওড়া স্টেশন! নববর্ষে পয়লা নম্বরের মর্যাদায় মুকুটে নয়া পালক সংক্ষিপ্ত খবর ফের পর্দায় আসছেন অভিনেত্রী রাখী ফের পর্দায় আসছেন অভিনেত্রী রাখী টোটোর স্ট্যান্ড নিয়ে বিবাদ! দুই ক্লাবের বোমাবাজি টোটোর স্ট্যান্ড নিয়ে বিবাদ! দুই ক্লাবের বোমাবাজি এক্কেবারে আলাদা স্টাইলে বৈশাখী -র শুভেচ্ছা জানালেন অক্ষয় এক্কেবারে আলাদা স্টাইলে বৈশাখী -র শুভেচ্ছা জানালেন অক্ষয় আগেই হেরিটেজ তকমা জুটেছিল হাওড়ার। ব্রিটিশ আমলে তৈরি বিল্ডিং হাওড়াকে এনে দিয়েছিল হেরিটেজ তকমা। আর এবার স্টেশনকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা এবং হাওড়া স্টেশনকে ঘিরে পরিবেশবান্ধব পরিবেশ হাওড়াকে গ্রিন স্টেশনের মর্যাদা এনে দিল। আবার হাওড়া স্টেশন সেই মর্যাদা অধিষ্ঠিত হল পয়লা বৈশাখের পুণ্যদিনে। সেই কারণেই এই সম্মান আরও তাৎপর্যপূর্ণ। ১৮৫৪ সালে হাওড়া স্টেশন চালু হয়েছিল। অর্থাৎ ১৬৪ বছর আগে চালু এই হাওড়া স্টেশন দেশের সবথেকে বৃহত্তম স্টেশন হিসেবে স্বীকৃত। ২৩টি প্ল্যাটফর্ম সমন্বিত এই স্টেশনে বৈদ্যুতিকরণ হয় ১৯৫৪ সালে। এখন আবার এই স্টেশনে লেগেছে সবুদজ বিদ্যুতের স্পর্শ। আরও পড়ুন: সিবিএসইর প্রশ্ন ফাঁসে বিপদে ছাত্র-ছাত্রীরা আর শুরু হয়েছে সবুজায়ন। তারই ভিত্তিতে এই নয়া মুকুট উঠল হাওড়া স্টেশনের মাথায়। গত আগস্ট থেকে সবুজায়ন-এর পথে হাঁটতে শুরু করেছিল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনকে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় আনতে নয়া এই পরিকল্পনা করে রেলমন্ত্রক। তিনমাসের মধ্যেই স্টেশনের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর কাজ শুরু হয়। প্যানেল বসানো হবে ২৩টি প্ল্যাটফর্মের ছাদে। এই প্রকল্প থেকে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর ফলে ৬০ শতাংশ বিদ্যুতের চাহিদা মিটছে হাওড়া স্টেশনের। দেশের দ্বিতীয় সুপ্রাচীন স্টেশন এই হাওড়া। ঐতিহ্যের এই হাওড়া স্টেশন সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় আসায় দিনের বেলায় বিদ্যুৎ চাহিদা অনেকাংশেই মিটে যাবে। গঙ্গাপারের হাওড়া স্টেশন থেকে প্রতিদিন ২৯৩টি ট্রেন যাতায়াত করে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের মধ্যে হাওড়া জংশনে সবথেকে বেশি ট্রেনের চাপ। সবথেকে বেশি যাত্রী এই হাওড়া স্টেশন দিয়েই যাতায়াত করে। সেই নিরিখে নতুন এই মর্যাদা হাওড়া স্টেশন কর্তৃপক্ষের কাছে প্রভূত সম্মানের। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H1Cu4a
April 16, 2018 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top