কলকাতা, ২২ এপ্রিলঃ পাসপোর্ট দেখার নামে অন্তঃসত্ত্বাকে হেনস্তার অভিযোগ। অভিবাসন দফতরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, পেট্রাপোল সীমান্তে কাঠফাটা রোদে প্রায় ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় ওই অন্তঃসত্ত্বাকে। এর জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বাংলাদেশি ওই মহিলা। পরিবারের দাবি, ৮ মাস আগে বালিগঞ্জের বাসিন্দা আনন্দ দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় বাংলাদেশের অর্পিতা পালের। কয়েকমাস ভারতে কাটানোর পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন স্বামী। অভিযোগ, ফেরার সময় পাসপোর্ট দেখার নামে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। যার ফলে মহিলার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মহিলাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ দায়ের হয়েছে পেট্রাপোল থানায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K6YzMw
April 22, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন