কলকাতা, ০২ এপ্রিল- রাজ্য সরকার ফের একবার নয়া নজির তৈরি করতে চলেছে। তা শুধু এই রাজ্যেই নয়, সারা ভারতে নয়, সারা বিশ্বে নজির হতে চলেছে। অটিজম আক্রান্তদের জন্য আলাদা শহর বা টাউনশিপ গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশ্ব বাণিজ্য সম্মেলনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নগরোন্নয়ন ও পুর দফতর এই নিয়ে কাজও শুরু করে দিয়েছে। এই টাউনশিপ তৈরিতে খরচের পাশাপাশি বাংলায় ৩৯ হাজার কোটি টাকা বিনিয়োগের নয়া প্রস্তাব এসেছে বলেও জানা গিয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতি ৬৮ জনে একজন শিশু অটিজম আক্রান্ত হয়ে জন্মায়। সারা দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গিয়েছে। আরও পড়ুন:কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাজুড়ে ধর্মঘটে শামিল হচ্ছেন ছাত্র-ছাত্রীরা সরকারি সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোডের কাছে ৫০ একর জমিতে ৬০০ কোটি টাকা ব্যয়ে এই টাউনশিপ গড়ে উঠবে। অটিজম আক্রান্তদের উন্নতির সমস্ত রকমের ব্যবস্থা তাতে থাকবে। এখানে স্কুল ও কলেজ চালু করার পরিকল্পনাও রাজ্য সরকারের রয়েছে। এছাড়া হাসপাতালও তৈরি করা হবে প্রস্তাবিত টাউনশিপে। এখন দেখার এই প্রকল্প কবে দিনের আলো দেখে। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/০২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IpibtL
April 03, 2018 at 05:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন