সুরমা টাইমস ডেস্ক:: বিমান দুর্ঘটনায় নিহদের প্রত্যেক পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার অর্থ্যাৎ প্রায় ৪১ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবে।
আজ বুধবার সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাজাহান কামালের উপস্থিতিতে ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ এসব কথা বলেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় সাকসেশন সার্টিফিকেট নিতে হবে। এ সার্টিফিকেট দ্বারাই নিহতদের আসল উত্তাধিকারী প্রমাণ করা হবে। ইনস্যুরেন্স কোম্পানিগুলোর কাছে প্রথমে এ সাকসেশন সার্টিফিকেট দিতে হবে। আর এটা নিতে হয় আদালতের মাধ্যমে।
তিনি আরো বলেন, আমরা একজন আইনজীবিকে নিয়োগ দিয়েছি, যেন প্রত্যেক নিহতের পরিবারকে সহযোগিতা করা যায়। তারা চাইলে আমাদের কাছে যেকোনো ধরণের সহযোগিতা নিতে পারেন।
ইমরান আসিফ বলেন, আমাদের বিমানের জন্যও একটি ইনস্যুরেন্স ছিল। আমরা এই এয়ার ক্রাফট ধ্বংসের জন্য ক্ষতিপূরণ ইনস্যুরেন্স কোম্পানি থেকে পাবো। আমরা ঘোষণা দিয়েছি নিহতের একজন পরিবারও ইনস্যুরেন্সের টাকা পাওয়া বকেয়া থাকতে আমরা টাকা নিব না।
এসময় মন্ত্রী বলেন, আমরা ইউএস বাংলা দুর্ঘটনায় নিহতদের পরিবার যাতে ইনস্যুরেন্সের টাকা দ্রুত পায় এজন্য নির্দেশ দিয়েছি। ইনস্যুরেন্স কোম্পানিগুলো এ টাকা পরিশোধ করবেন।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GSLswq
April 11, 2018 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন