নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ নোট বাতিলের পরিকল্পনা ভারতীয় অর্থনীতির পক্ষে সুবিধার হবে না। এই কথা নরেন্দ্র মোদি সরকারকে আগেই জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে রাজন জানান, ‘আমি যখন নোট বাতিলের বিষয়টি প্রথম জানতে পারি তখনই বিষয়টিতে আপত্তি জানাতে শুরু করি। এরপর মোদি সরকারকেও জানিয়ে দিই যে নোট বাতিল করা মোটেও ঠিক হচ্ছে না।’
এদিন তিনি বলেন, নোট বাতিলের পরিকল্পনা আমি আগে থেকে জানতাম না, এমন নয়। কেন্দ্রকে পরামর্শ দিয়েছিলাম, ভারতের মতো দেশে এই সিদ্ধান্তের সুফল পেতে অনেক সমস্যা হবে। কিন্তু, সেই সময় আমার কথা শোনা হয়নি। ফলে দেশের মানুষ এখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে গিয়েছেন।
২০১৬ সালের ৮ নভেম্বর দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JGdeOj
April 12, 2018 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন