হিজবুলে যোগ দিয়েছেন এই জওয়ান?

শ্রীনগর, ১৭ এপ্রিলঃ‌ ১২ জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির সেনাকর্মী মির ইদ্রিস সুলতান নিখোঁজ ছিলেন গত শনিবার থেকে। শোনা যাচ্ছে, হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন তিনি।

সোমবার একে-৪৭ রাইফেল নিয়ে তাঁর ছবি সোশ্যাল ওয়েবসাইটে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে সেনার।

বিহারের কাঠিয়ারে কর্মরত ছিলেন মির। ঝাড়খণ্ডে বদলি হওয়ায় অসন্তুষ্ট ছিলেন বলে খবর। ১২ এপ্রিল তিনি সোপিয়ানে নিজের গ্রামে যান। ১৪ এপ্রিল থেকে নিখোঁজ। এবিষয়ে গতকাল তাঁর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় ২ যুবককে নিয়ে মির হিজবুলে যোগ দিয়েছেন। মিরের ফোন রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য কাজকর্মও। সেনা অবশ্য এখনও তাঁকে নিখোঁজ বলেই মনে করছে, হিজবুলে যোগ দেওয়ার কোনও খবর তাদের কাছে নেই বলে জানিয়েছে তারা। ছুটিতে আদৌ তিনি কাশ্মীরে এসেছিলেন নাকি অন্যত্র কোথাও চলে গিয়েছেন, সে ব্যাপারেও স্পষ্ট তথ্য নেই বলে সেনা জানিয়েছে। এমনও হতে পারে মিরের ছবি যোগাড় করে নিজেদের জন্য প্রচারের কাজেও জঙ্গিগোষ্ঠী ব্যবহার করতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hv70CW

April 17, 2018 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top