আসানসোল, ১৩ এপ্রিলঃ আত্মহত্যার চেষ্টা করলেন সিপিএমের এক মহিলা প্রার্থী। বৃহস্পতিবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন রানিগঞ্জের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোমা বাউরি। ইঞ্জেকশনও নেন তিনি। রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে।
গতবারের পঞ্চায়েত ভোটে রানিগঞ্জের বল্লভপুরের একনম্বর সংসদ থেকে বিরোধী দলের প্রার্থী হিসেবেই নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার বল্লভপুর তিন নম্বর সংসদ থেকে সিপিএমের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাড়িতে অচেতন অবস্থায় পড়েছিলেন সোমাদেবী। পাশেই ছিল ঘুমের ওষুধের খালি পাতা ও একটি খালি সিরিঞ্জ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার জন্য তৃণমূলকে দুষেছেন সিপিএম। অভিযোগ, সোমা বাউরিকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন শাসকদলের কর্মী-সমর্থকরাই। যদিও এই বিষয়ে শাসকদলের পালটা দাবি, পারিবারিক বিবাদে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। সোমা বাউরির পরিবারের তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GUJr6Y
April 13, 2018 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন