পানাজি, ৭ এপ্রিলঃ উপকূলবর্তী সকল ক্যাসিনো, ওয়াটার স্পোর্টস অপারেটর, ট্রলার ও নৌকাগুলোর ওপর সতর্কতা জারি করল গোয়া সরকার। গোয়ার বন্দর মন্ত্রী জয়েশ সালগাঁওকর জানিয়েছেন, পশ্চিম উপকূলবর্তী এলাকায় জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে।
তবে শুধুমাত্র গোয়া নয়। মুম্বই বা গুজরাট উপকূলেও হতে পারে জঙ্গি হামলা। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এব্যপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ভারতের একটি মাছ ধরার ট্রলার বাজেয়াপ্ত করে পাকিস্তান প্রশাসন। সেটিকে মুক্তি দেওয়া হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, ওই ট্রলারে করেই ভারতে পা রাখার চেষ্টা করছে জঙ্গিরা।
ক্যাপটেন অফ পোর্টস, জেমস ব্রাগানজা গোয়ার পর্যটন দপ্তরকে একটি চিঠি মারফত জানান, ‘ডিস্ট্রিক্ট কোস্ট গার্ডের থেকে খবর মিলেছে জঙ্গিরা ভারতীয় মাছ ধরার একটি ট্রলারে করে করাচি থেকে পাড়ি দিয়েছে। ভারতীয় উপকূলই তাদের লক্ষ্য। হামলা চালানো হতে পারে গুরুত্বপূর্ণ এলাকায়।’ তিনি এই খবরের সত্যতা স্বীকার করেছেন। একই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের প্রধান সচিব ধর্মেন্দ্র শর্মাকেও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uSy6yL
April 07, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন