আফগানিস্তানে ধারাবাহিক হামলায় মৃত্যু ৩০ সেনার

কাবুল, ১৯ এপ্রিলঃ আফগানিস্তানে লাগাতার হামলায় ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৩০ জন সেনার। আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন। আফগান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, তালিবান এবং আইএস জঙ্গির ঘাঁটি উত্খাত করতে কয়েকদিন ধরে আকাশ এবং স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে আসরাফ ঘানির সরকার। জানা গিয়েছে, জঙ্গি-সেনা সংঘর্ষে কাপসিয়ার নেজরাব জেলায় ১১ সেনার মৃত্যু হয়েছে। বাকি ২০ জনের মৃত্যু হয় ঘাজনি এবং ফারায়ব জেলায়। তবে, এই হামলায় ৫৪ জন তালিবান জঙ্গির মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

আফগান প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ১১টি প্রদেশে আরও ১৫ টি অভিযান চালাবে আফগান সেনা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ৬৬টি হামলা চালিয়েছে সে দেশের সেনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J9oYIh

April 19, 2018 at 06:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top