মুম্বাই, ০৮ এপ্রিল- হরিণ শিকার মামলার রায়ের পর বৃহস্পতি ও শুক্রবার রাত জেলেই কাটাতে হয় সালমান খানকে। দুই রাত যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। শনিবার দুপুর ৩টার পর সালমান খানের জামিনের আবেদনের রায় দেন ভারতের আদালত। ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আদালতে জামিন পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই চার্টার্ড বিমানে মুম্বাইয়ে ফেরেন ভাইজান। এদিকে প্রিয় নায়কের জামিন পাওয়ার খবরের পর থেকেই ঘণ্টার পর ঘণ্টা সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে অপেক্ষা করছিলেন তার অসংখ্য ভক্ত। অবশেষে সালমান বেরিয়ে আসেন। ব্যালকনিতে দাঁড়াতেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। এসময় সালমানের পাশে দেহরক্ষী ও পরিবারের লোকজন ছিলেন। সালমান খান হাত নেড়ে অভিনন্দন জানাতেই আনন্দে ফেটে পড়েন এই নায়কের ভক্তরা। সালমানের মা, বাবাও বেরিয়ে আসেন বাইরে। এ সময় সালমান তার ভাগ্নে আহিলকে কোলে তুলে নেন। মামলার নথিতে বলা হয়, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, নীলম, টাবু ও সোনালী বেন্দ্রে। সূত্র: আরটিভি এমএ/ ১১:৪৪/ ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HiZXdM
April 08, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top