ধোনির ছক্কায় বেঙ্গালুরু জয় চেন্নাইয়ের

বেঙ্গালুরু, ২৬ এপ্রিলঃ ‘মাহি মার রাহা হ্যায়’। সিনেমার সেই সংলাপ যেন ফিরে এল বুধবারের চিন্নাস্বামীতে। মহেন্দ্র ধোনি দেখিয়ে দিলেন বয়স হলেও তিনি এখনও সিংহ। শেষ বলে ছক্কা মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২০৫ রানের পাহাড় পেরিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই ম্যাচ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল লিগ টেবিলের শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস।

কোহলি ভার্সেস ধোনির এই লড়াইকে বলা হচ্ছিল ম্যাচ অফ দ্য আইপিএল। টসে জিতে বর্তমান ভারত অধিনায়ককে ব্যাট করতে পাঠান প্রাক্তন। বিরাট কোহলি এদিন ওপেন করতে নামলেও ১৮ রানের বেশি করতে পারেননি। তবে দুই দক্ষিণ আফ্রিকান এবি ডেভিলিয়ার্স (৬৮) ও কুইন্টন ডি ককের (৫৩) পার্টনারশিপে ওঠে ১০৩ রান। যদিও দুজনেই পরপর ফিরে যাওয়ায় ফের ম্যাচে ফিরে আসে চেন্নাই। শেষ পর্যন্ত ২০৫ রানে শেষ হয় কোহলিদের ইনিংস। ব্যাট করতে নেমে একটা সময় ৭৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। যখন সকলেই ধরে নিয়েছেন চেন্নাইয়ের হার নিশ্চিত, সেই সময়ই আম্বাতি রায়াডুকে নিয়ে (৮২) পালটা লড়াই শুরু ধোনির (৩৪ বলে ৭০)। চর্চার বাইরে থাকা রায়াডু এদিনই সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হয়ে গেলেন। ধোনির পরিচিত ট্রেডমার্ক ছক্কাগুলো যখন গ্যালারিতে গিয়ে পড়ছিল, নীরবে হয়ত হাসছিলেন ক্রিকেট দেবতা। রায়াডু শেষদিকে রান আউট হয়ে গেলেও ডোয়েন ব্র্যাভোকে (৭ বলে ১৪) সঙ্গী করে দু বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতিয়ে দেন ফিনিশার ধোনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HN7VyL

April 26, 2018 at 11:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top