পৃথিবীর চরম সঙ্কটাপন্ন অবস্থায় সর্বগ্রাসী ভিলেন থানোসের সামনে অসহায় টিম অ্যাভেঞ্জার্স। ঘনিয়ে আসছে মহা প্রলয়। এ প্রলয় থেকে পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে আসে মার্ভেল কমিকসের সব সুপারহিরো। এত সুপারহিরো একসঙ্গে এর আগে কোনো ছবিতে দেখা যায়নি। আয়রনম্যান থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী; কে নেই এখানে! ছবির নাম অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি। আগামী ২৭ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে। এর আগে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলোর ব্যাপক সাফল্য এ ছবির আকাঙ্খা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিরিজের নতুন ছবির জন্য দর্শকরা কতটা মুুখিয়ে আছেন তা আঁচ করা যায় ছবির ট্রেলার প্রকাশের পর। অনলাইনে এর ট্রেলার দেখতে রীতমত হুমড়ি খেয়ে পড়েছে সারাবিশ্বের ভক্তরা। তৈরি করে ফেলেছেন ইতিহাসও। কম সময়ে সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেলারের রেকর্ড অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবির দখলে। আরও পড়ুন: ফের বাবা হলেন দ্য রক ছবির অভিনেতা হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান), টম হল্যান্ড (স্পাইডার-ম্যান), ক্রিস প্রাটসহ কলাকুশলীরা নিজেদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে ইউটিউব লিংকটি শেয়ার করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), জেরেমি রেনার (হাউকি), এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড (অ্যান্ট-ম্যান), জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), টম হিডেলস্টন (লকি), সেবাস্তিয়ান স্ট্যান, পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ অনেকে। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। দুই ভাই জানিয়েছেন, ২০০৮ সালে আয়রন ম্যান ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার-এর মাধ্যমে এর সমাপ্তি হবে। আর এজনই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহলের মাত্রাটা একটু বেশি। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/০৯:০০/২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HoBMhz
April 25, 2018 at 05:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন