ভারতে কারাভোগের পর ৮ বাংলাদেশী নারী ও শিশুকে হস্তান্তর

অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর ৮ বাংলাদেশী নারী ও শিশুকে বৃহস্পতিবার  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের জিরো পয়েন্টে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ভারতীয় পুলিশের একটি প্রতিনিধি দল শিবগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। হস্তান্তর হওয়া নারী ও শিশুরা হচ্ছে, বগুড়ার ধুনটের শাপলা খাতুন, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নুরুন নেসা, জয়পুরহাটের পাচঁবিবির রোজিনা খাতুন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেলিনা বেগম, কুড়িগ্রামের নাকেশ্বরীর জেসমিন খাতুন, ঢাকার গুলশানের খাদিজা খাতুন, খুলনার দৌলপুরের সোহাগী খাতুন ও তার ছোট বোন আগরী খাতুন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন জানিয়েছেন, তারা সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে ভারতীয় পুলিশের হাতে আটকের পর কারাভোগ করে। কারাভোগের পর আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, তারা সকলে বিভিন্ন সময় পাচারকারীদের কবলে পড়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে ভারতে কারাভোগ করে। ফেরত আসা ৮ নারী ও শিশুকে আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2HLvg13

April 19, 2018 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top