নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ সোমবার দলিতদের ভারত বনধের ডাকে ১৪টি রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। শুধু মধ্যপ্রদেশেই ৭ জনের মৃত্যু হয়েছে। গোয়ালিয়র, মোরেনার বেশ কিছু জায়গায় কার্ফিউ জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের মেরঠ, মুজঃফরনগর গাজিয়াবাদে বেশ কিছু স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। থমথমে রয়েছে গোটা এলাকা।
গতকালের বনধের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। বিজনৌর থেকে আসা ৬৮ বছরের এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে। কিন্তু বিক্ষোভের মধ্যে ফেঁসে যায় তাঁর অ্যাম্বুল্যান্স। সেই সময় ছেলে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড় লাগালেও, শেষরক্ষা আর হয়নি। মাঝপথেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
আজ পরিস্থিতি থমথমে থাকার জন্যে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। তবে যে সমস্ত জায়গায় বোর্ড পরীক্ষা রয়েছে, সেখানে আগের মতোই পরীক্ষা হচ্ছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q3Dc5t
April 03, 2018 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন