মোহালি, ২০ এপ্রিল- ইনিংসের শেষ দিকে নেমে ১২ বলে ঝড়ো ২৪ রানের ইনিংস খেললেন সাকিব আল হাসান। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও একটি চার। বিশ্ব সেরা এ অলরাউন্ডারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ হারলেও ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে টাটা নিক্সন সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন বাংলাদেশি এ তারকা। আইপিএলের ১৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৫ রানে হেরে যায় হায়দ্রাবাদ। এ ম্যাচে চলতি আসরের প্রথম সেঞ্চুরি করে দলকে মূলত জেতান পাঞ্জাব ওপেনার ক্রিস গেইল। ৬৩ বলে একটি চার ও ১১টি ছক্কায় ১০৪ রানে অপরাজিত থেকে দলকে ১৯৩ রানের বড় সংগ্রহ এনে দেন গেইল। তবে তার স্ট্রাইক রেট ছিল ১৬৫.০৭। একই দলের অ্যারন ফিঞ্চ ৬ বলে একটি চার ও সমান ছক্কায় ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ১৪ রান করেন। আর পাঞ্জাবের মায়ানাক আগারওয়াল ৯ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০০ স্ট্রাইক রেটে ১৮ রান করেন। কিন্তু ফিঞ্চ ও আগারওয়ালের থেকে বেশি রান করেছেন সাকিব। আরও পড়ুন :গেইলের ব্যাটে এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক লাখ ভারতীয় রুপির একটি স্মারক চেক ও একটি ট্রফি বুঝে নেন সাকিব। এই পুরস্কারটি পেতে হলে অন্তত ৬ বল মোকাবেলা করতে হয় ও ১২ রান করতে হয়। সূত্র: বাংলানিউজ২৪ এমএ/ ০৯:৫৫/ ২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EZL8u5
April 20, 2018 at 03:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন