কলকাতা, ০৫ এপ্রিল- ভোটের ঘণ্টা বাজা মাত্রই রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। কখনও সংবাদের শিরোনামে বীরভূম তো আবার কখন মালদহ বা রায়গঞ্জ। মনোনয়ন পত্র জমা এবং তোলার তৃতীয় দিনেও রাজ্যের একাধিক জেলাতে ঝরেছে রক্ত। মুকুল রায়ের নাম না করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগাগোড়া দাবি করে আসছেন, রাজ্যে হিংসা ছড়াচ্ছে একটাই দল। সবই হচ্ছে চাটনিবাবুর নেতৃত্বে। তৃণমূলের মহাসচিবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, প্রতিটি হিংসার ক্ষেত্রেই কি দায়ী বিরোধীরা? জেলায় জেলায় আপনাদের দলের বিভিন্ন নেতাই তো মিডিয়ার সামনে বলছেন, এসবই গোষ্ঠী কোন্দলের ফল। তাহলে রাজ্যে হিংসা কি শুধু বিজেপি ছড়াচ্ছে? জবাবে পার্থবাবুর দায় এড়ানো প্রতিক্রিয়া, এখন তো ভোট ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা দেখভালের ভার নির্বাচন কমিশনের। ফলে আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। যা বলার কমিশন বলবে। আরও পড়ুন: শোভনকে নিয়ে কাশ্মীর যেতে চান রত্না, ভাঙা সংসার জোড়া লাগাতে প্রস্তাব মেয়র-পত্নীর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চরিত্র বদলেছে, বদলায়নি শাসক। রাজ্যে সত্যিই যে গেরুয়া ঝড় উঠেছে, শাসকের দায় এড়ানো মন্তব্য থেকেই তা স্পষ্ট। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:৫০/০৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GzAknT
April 05, 2018 at 04:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন