লাভ জিহাদের ওপর ছবি প্রদর্শন নিয়ে অশান্ত জেএনইউ

নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ লাভ জিহাদের ওপর তৈরি একটি ছবির প্রদর্শন নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি ছড়াল। কয়েকটি ছাত্র সংগঠন অভিযোগ করে, ছবি প্রদর্শনের আড়ালে বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানো হচ্ছে।

ছবিটির নাম ‘ইন দ্য নেম অফ লাভ-মেলানকলি অফ গডস ওউন কান্ট্রি’। ছবিটির প্রদর্শনের আয়োজন করে গ্লোবাল ইন্ডিয়ান ফাউন্ডেশন ও জেএনইউ-র বিবেকানন্দ বিচার মঞ্চ। ছবির প্রদর্শকরা জানিয়েছেন, লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ধর্মান্তরণের যে অভিযোগ কেরালায় উঠেছে, তার ওপর তৈরি হয়েছে ছবিটি। কিন্তু ছাত্র সংগঠনের অভিযোগ, ছবিটির মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে।

এবিভিপি সদস্যদের সঙ্গে আয়োজককারীদের ধাক্কাধাক্কি হয় বলে খবর। ঘটনায় আহত হন কয়েকজন। এক নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kmb7zx

April 28, 2018 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top