রিয়াদ, ০১ এপ্রিল- ভাগ্য বদলের আশায় মোটা অংকের টাকা দিয়ে সৌদি আরব এসে ভাগ্য বিরম্বনার শিকার হয়েছেন ৫৬ বাংলাদেশি শ্রমিক। সৌদি আরবের সোলাই এলাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। জানা গেছে, সাড়ে চার থেকে সাড়ে পাচঁ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব এসে কাজতো দূরের কথা সামান্য খাবার আর মাথা গুজার ঠাঁই পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, একমাস পেরিয়ে গেলেও কাজ দেয়নি কোম্পানী। কাজ না দেয়ার কারণ জানতে চাইলে শ্রমিকদের জানানো হয় বাংলাদেশ থেকে তাদের সাথে এই বিষয়ে কোন চুক্তি হয়নি। খাবার এবং কাজ দেয়ার কথা বলায় তাদেরকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে বলেও জানান তারা। ড্রাইভার আর ক্লিনার ভিসা নিয়ে আসা এই শ্রমিকরা বর্তমানে মসজিদের বারান্দায় আর রাস্তার ফুটপাতে দিন কাটাচ্ছেন। কেড়ে নেয়া হয়েছে পাসপোর্টও। পাসপোর্ট আর ইকামা না থাকায় আইনের চোখে তারা অবৈধ। রাস্তায় দিন কাটানো এই বাংলাদেশিরা রয়েছেন গ্রেফতার আতংকেও। এই পরিস্থি থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই প্রবাসীরা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J6VI5A
April 01, 2018 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top