শিঘ্রই মিটবে নগদ সংকট, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ গত দু’দিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে নগদ সমস্যা দেখা দেওয়ায় অসন্তোষ চতুর্দিকে। তাই ড্যামেজ কনট্রোলে নামল কেন্দ্র। ৫০০ টাকার নোট আরও বেশি পরিমাণে ছাপানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

মঙ্গলবার মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বর্তমানে প্রতি দিন ৫০০ টাকার যত নোট ছাপানো হয়, আগামী দু-তিন দিনে তার প্রায় ৫ গুণ বেশি ছাপানো হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ বলেন, ‘প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের ৫০০ টাকার নোট ছাপা হচ্ছে। ছাপানোর এই ক্ষমতা প্রায় ৫ গুণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে প্রতি দিন ২,৫০০ কোটি ৫০০ টাকার নোট ছাপানো সম্ভব। এক মাসের মধ্যে ৭০ থেকে ৭৫ হাজার কোটি ৫০০ টাকার নোট সরবরাহ করা সম্ভব হবে।’

অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইট করে জানান, ‘এ মুহূর্তে দেশে প্রয়োজনীয় নগদের যথেষ্ট জোগান রয়েছে। সাময়িক ভাবে তৈরি হওয়া নগদের চাহিদার কারণে এই সমস্যা হয়েছে। সমস্যার সমাধান করা হবে খুব শীঘ্রই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H9On8k

April 17, 2018 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top