নয়াদিল্লি, ২৯ এপ্রিলঃ দেশে গণতন্ত্র বিপন্ন এমনটাই মত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। বর্তমান সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর যে ভাবে আক্রমণ চালাচ্ছে তাতে বিপন্ন হয়ে পড়েছে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো। তাই গণতন্ত্রকে বাঁচাতে কংগ্রেস ও তার সভাপতি রাহুল গান্ধির জন্য সমর্থন চাইলেন তিনি।
রবিবার রামলীলা ময়দানে কংগ্রেসেরে জন আক্রোশ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত চার বছরে মানুষের নিরাপত্তা ও সুরক্ষা বিপন্ন হয়ে গিয়েছে। চাকরির কোন সুযোগ নেই। দেশে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনমন হয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। আমাদের উচিত এসবের পরিবর্তন করা। কিন্তু এখন এমন পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে মুখ খুলে মানুষ তাঁর নিজের কথাও বলতে ভয় পাচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HExanm
April 29, 2018 at 10:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন